বর্তমান পরিবর্তনশীল। কোনো কিছু নিয়ে ভাবতে বা চিন্তা করতে গেলে, অনেক সময় ইতিহাসের দিনলিপির অনেক কিছু মনে হয়। কোন সময় কী ঘটেছিল! কতটা জানি! যেমন, পৃথিবীতে পদার্থ শক্তির উদ্ভব বা পদার্থবিদ্যার সূচনা হয়েছিল ১৩৫০ কোটি বছর আগে। অনেক ঐতিহাসিক মনে করেন, ‘পৃথিবী’ সৃষ্টি হয়েছিল ৪৫০ কোটি বছর আগে। প্রাণের আবির্ভাব, জীববিদ্যার সূত্রপাত আজ থেকে ৩৮০ কোটি বছর আগে। মানুষ ও শিম্পাঞ্জির পূর্বপুরুষ দেখা যায়, ৬০ লাখ বছর আগে। আফ্রিকায় আদি মানুষের বিকাশ বা পাথরের হাতিয়ারের উদ্ভাবন হয়, তাও প্রায় ২৫ লাখ বছর আগে। মানুষ আফ্রিকা থেকে ইউরেশিয়ায় ছড়িয়ে পড়ে ২০ লাখ বছর আগে। মধ্যপ্রাচ্যে নিয়ানডারথাল মানুষের বিকাশ হয়, ৫ লাখ বছর আগে। প্রাত্যহিক কাজে আগুনের ব্যবহার ৩ লাখ বছর আগের ঘটনা। পূর্ব আফ্রিকায় আধুনিক মানুষের বিকাশ ২ লাখ বছর আগের।...