বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের প্রথমার্ধ থাকল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফরোয়ার্ডদের অসাধারণ বোঝাপড়ায় বসুন্ধরা কিংসের এগিয়ে যাওয়া। ইমানুয়েল সানডে, রাকিব হোসেনদের গড়ে দেওয়া আক্রমণে গোলের আনুষ্ঠানিকতা সারলেন ডরিয়েলটন গোমেজ। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা চালাল ফর্টিস এফসি। তারপরও হচ্ছিল না। তবে বসুন্ধরার আছেন একজন অঘটন ঘটন পটিয়সী গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। তার এবং লেফট ব্যাক তাজ উদ্দিনের তালগোল পাকিয়ে ফেলার শেষ পরিণতি তারিক কাজীর পা থেকে এলো আত্মঘাতী গোল। তাতে টানা চতুর্থবারের মতো ফর্টিসের বিপক্ষে জয়শূন্য থাকতে হলো বসুন্ধরাকে। নিজেদের মাঠে ফেডারেশন কাপে চ্যাম্পিয়নদের শুরুটাও হলো ১-১ ড্রয়ে পয়েন্ট খুইয়ে। পঞ্চমবারের মতো ফেডারেশন কাপ ঘরে তোলার মিশনের শুরুতেই ধাক্কা খেতে হলো বসুন্ধরা কিংসকে। অথচ কী দুরন্ত এক শুরু পেয়েছিল দলটি। গত শুক্রবার কুমিল্লায় মোহামেডানকে উড়িয়ে দিয়ে চ্যালেঞ্জ কাপ জিতে নেয়...