বর্তমানে বৈশ্বিক খেলনা শিল্পের বাজার ১০০ বিলিয়ন ডলারের বেশি। কিন্তু সে বাজারে বাংলাদেশের অবস্থান একেবারেই তলানিতে। রপ্তানির পরিমাণ মাত্র ৭৭ মিলিয়ন মার্কিন ডলার। প্রয়োজনীয় নীতি সহায়তার অভাব, কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্কহার, বন্ডেড সুবিধার অনুপস্থিতি, অপ্রতুল অবকাঠামো, টেস্টিং সুবিধার অপর্যাপ্ততা প্রভৃতির কারণে এ শিল্পের রপ্তানি সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না বলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক আলোচনা সভায় উঠে এসেছে। গতকাল মঙ্গলবার ঢাকা চেম্বার আয়োজিত ‘রপ্তানি বহুমুখীকরণ, খেলনা উৎপাদন শিল্পে উদ্ভাবন এবং রপ্তানির সম্ভাবনা’ শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনা সভায় এসব তথ্য উঠে আসে। মতিঝিলের ডিসিসিআই মিলনায়তনে মতবিনিময় সভায় জাতীয় রাজস্ব বোর্ডর (এনবিআর) সদস্য মুহাম্মদ মুবিনুল কবীর এবং বাংলাদেশের ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডওসন বিশেষ অতিথি ছিলেন। ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘রপ্তানি পণ্যের বহুমুখীকরণের...