আর মাত্র কয়েকদিন পরই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে রূপগঞ্জের প্রতিটি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্পীদের হাতে মাটির ছোঁয়ায় ধীরে ধীরে প্রাণ পাচ্ছে দেবী দুর্গা ও দেব-দেবীর প্রতিমা।মাটি, খড়, রং আর ঘামের ফোঁটা মিলিয়েই প্রতিমা গড়ছেন শিল্পীরা। খরচ বেড়ে যাওয়ায় চাপ বাড়লেও পূর্বপুরুষের এই পেশা আঁকড়ে ধরে কাজ চালিয়ে যাচ্ছেন তারা।প্রতিমা শিল্পী সজিব পাল বলেন, খরচ অনেক বেড়েছে। কিন্তু এটিই আমাদের পূর্বপুরুষের কাজ। যত কষ্টই হোক, প্রতিমা গড়া আমরা থামাতে পারি না।প্রতিমাশিল্পী গৌরাঙ্গ জানান, এখন কাজের লোক পাওয়া যায় না। তবুও ভক্তদের আনন্দের কথা ভেবেই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।এ বছর নারায়ণগঞ্জ জেলায় ২২২টি মণ্ডপে পূজিত হবেন দেবী দুর্গা। এর মধ্যে শুধু রূপগঞ্জেই রয়েছে ৪৯টি মণ্ডপ।প্রতিমাশিল্পী তপন চক্রবর্তী বলেন, প্রতি বছরই আমি মায়ের...