এই সম্ভাবনার বাস্তব রূপ দিতেই ২০২২ সালে যাত্রা শুরু করে বাংলা অডিওবুক ও পডকাস্টের প্ল্যাটফর্ম ‘কাব্যিক’। অল্প সময়ের মধ্যেই এটি বাংলা ভাষাভাষী শ্রোতাদের মাঝে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে কাব্যিকের লাইব্রেরিতে রয়েছে তিন হাজারের বেশি অডিওবুক ও পডকাস্ট। হরর, থ্রিলার, রোম্যান্স, ক্ল্যাসিক, মোটিভেশনাল, ধর্মীয় ও শিশুতোষ, সব ধরনের বিভাগই এখানে যতœ সহকারে সাজানো হয়েছে। দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থাগুলোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে সদ্য প্রকাশিত বইগুলোও দ্রুত অডিও ফরম্যাটে যুক্ত হচ্ছে কাব্যিকের সংগ্রহে। এমনকি কিছু ক্ষেত্রে মুদ্রিত সংস্করণ প্রকাশের আগেই অডিওবুক মুক্তি দিয়ে দেশে একটি নতুন ধারা তৈরি করছে প্ল্যাটফর্মটি। কাব্যিকের সাফল্যের পেছনে রয়েছে এর শক্তিশালী ইকোসিস্টেম। ১০০ জনেরও বেশি পেশাদার বাচিক শিল্পী (ভয়েস আর্টিস্ট) কাব্যিকের জন্য নিয়মিত কাজ করছেন, যাদের অনেকেই থিয়েটার, রেডিও বা ডাবিং জগতের অভিজ্ঞ। তাদের আবেগপূর্ণ এবং নাটকীয়...