বাঁচা-মরার ম্যাচে বোলিংয়ে ধারাবাহিকতা ধরে রেখে শ্রীলঙ্কাকে অল্প রানেই আটকে রেখেছিল পাকিস্তান। ব্যাটিংয়েও শুরুটা ভালোই করেছিল। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। সেটাকে অবশ্য আফসোসের কারণ হতে দেননি হোসাইন তালাত আর মোহাম্মদ নাওয়াজ। দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে সুপার ফোরে প্রথম জয় এনে দিয়েছেন এই দুজন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। জয় তুলে নেয় ৫ উইকেটে। এই জয়ে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান। রান তাড়ায় নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন পাকিস্তানের দুই ওপেনার সাহিবজাদা ফারহান আর ফখর জামান। কিন্তু শুরুর সেই ছন্দে পতন ঘটতে খুব বেশি সময় লাগেনি। বিনা উইকেটে ৪৫ রান তোলার পর দ্রুতই ৪ উইকেট হারায়...