দেড় মাসের মধ্যে ৩০০ কোটি ৬০ লাখ টাকার নতুন আমানত সংগ্রহ করতে পেরেছে ব্যাংক বাহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কোম্পানি জানিয়েছে, ৪৪ দিনে নতুন আমানত সংগ্রহের অর্জনকে এক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় লংকাবাংলা ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে। অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা, সর্বোচ্চ অবদান রাখা কর্মী ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এজন্য লংকা বাংলার সব গ্রাহক ও অংশীদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মানসম্পন্ন আর্থিক সেবা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম। সিএমএসএমই ও রিটেইল বিজনেস প্রধান কামরুজ্জামান খান বলেন, “ব্যবসায়িক স্বচ্ছতা, দক্ষতা ও সুশাসনই এই অর্জনের মূল চাবিকাঠি। লংকাবাংলা ফাইন্যান্স দীর্ঘদিন ধরে দেশের আর্থিক খাতে নির্ভরযোগ্যতা, উদ্ভাবনী পণ্য এবং সুশাসনের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করে আসছে। “এই...