টিভি উপস্থাপক ও সাংবাদিক জিল্লুর রহমান বলেছেন, বিদেশে বাংলাদেশিদের রাজনীতি করার যে কুফল, সেটা আমরা আরো একবার দেখলাম। দেখলাম এনসিপি নেতা আখতার হোসেনকে উদ্দেশ্য করে ডিম ছুড়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে, দেখলাম ডা. তাসনিম জারার উদ্দেশ্যে অশ্লীল বাক্য নিক্ষেপের মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্রের আইন এটা এলাও করে এবং এলাও করে বলেই বিএনপি এবং আওয়ামী লীগ অনুমতি নিয়ে প্রফেসর মুহাম্মদ ইউনূস যেই হোটেলে থাকছেন, তার সামনে তাদেরকে কর্মসূচি পালন করবার অনুমতি দেওয়া হয়। কিন্তু এই যে একজন সরকার প্রধান গেলে এবং তিনি যখন দেশের ভেতরে তার জনপ্রিয়তা থাকে না বা তার যারা প্রতিপক্ষ থাকে, তারা যখন বিদেশে গেলে বিভিন্ন ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করেন এবং সেটা যখন সীমা ছাড়িয়ে যায়, তখন সেটা দেখতে খুব সুখকর মনে হয় না এবং প্রফেসর মুহাম্মদ ইউনূসের...