অঞ্জনি হলো চোখের পাপড়ির গোড়ার গ্রন্থিতে ঘটে যাওয়া একটি সাধারণ প্রদাহজনিত সমস্যা। এটি দেখতে ছোট ফোঁড়ার মতো, লাল এবং ফুলে ওঠা হয়, যা চোখের পাঁপড়ির ভেতরে বা বাইরে হতে পারে। মূলত ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে অঞ্জনি সৃষ্টি হয়। এই সমস্যা সাধারণত স্বল্প সময়ে সেরে যায়, তবে তীব্র হলে অস্বস্তি ও ব্যথার কারণ হতে পারে। অঞ্জনির প্রাথমিক লক্ষণগুলো বেশ স্পষ্ট এবং তা সহজেই চেনা যায়। কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ নিচে দেওয়া হলো: চোখের পাঁপড়ির গোড়ায় লালচে ফোঁড়া: পাঁপড়ির কাছে ছোট একটি গুটি দেখা যায় যা ফুলে উঠতে থাকে। পাল্পেশিয়া বা চুলকানি: অঞ্জনি হলে চোখের আশপাশে চুলকানি বা জ্বালা অনুভব হয়। ব্যথা: ফোঁড়ার স্থানে হালকা থেকে মাঝারি ব্যথা হতে পারে, বিশেষ করে যখন চোখের পাঁপড়ি বন্ধ করা হয় বা ছোঁয়া হয়। চোখে পানি পড়া:...