১. নিজেকে শান্ত হতে দিনঝগড়ার পরপরই আবেগের বশে কাজ বা কথা না বলাই ভালো। এই সময়ে আপনার মন ও শরীর উভয়ই উত্তেজিত থাকে। কিছু সময়ের জন্য নিজেকে শান্ত করতে সময় নিন। গভীর শ্বাস নিন, মনোযোগ অন্য দিকে ঘুরিয়ে দিন, অথবা কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। আপনি যখন শান্ত থাকবেন, তখন পরিস্থিতি আরও ভালোভাবে বিশ্লেষণ করতে পারবেন এবং কীভাবে সম্পর্ক পুনরুদ্ধার করবেন তা ভাবতে পারবেন। ২. ক্ষমা চাইতে দ্বিধা করবেন নাযত বড়ই হোক, ভুল স্বীকার করার মাধ্যমে সম্পর্কের সংকট সহজেই মিটে যেতে পারে। যদি আপনার ভুল হয়ে থাকে, বা আপনার আচরণে সঙ্গীর মন খারাপ হয়ে থাকে, তবে ক্ষমা চাইতে দ্বিধা করবেন না। সরল ও আন্তরিকভাবে ক্ষমা চাওয়া সম্পর্কের মধ্যে শ্রদ্ধা ও ভালোবাসা বাড়ায়। ভুল শুধরে নিলে সম্পর্কের ভাঙন এড়ানো সহজ হয়। ৩. সঙ্গীর...