জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অবিলম্বে ফিলিস্তিন ‘যুদ্ধ’ বন্ধে ‘কার্যকর পদক্ষেপ’ নেওয়ার উপর জোর দিয়েছেন। তবে তিনি হামাসকে দায়ি করেছেন ‘যৌক্তিক’ শান্তি প্রস্তাব ‘প্রত্যাখ্যানের’ জন্য। তিনি বলেছেন, ‘আমাদের অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে। আমাদের এটি থামাতেই হবে।’ ট্রাম্প অভিযোগ করেন, ‘হামাস বারবার যৌক্তিক শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।’ তিনি আগেও এমন অভিযোগ করেছেন। তবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি নাকচ করে দিয়েছে। সেই সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি আটকে দেয়ার জন্য ইসরাইলকে দায়ী করেছে গোষ্ঠীটি। ট্রাম্প বলেন, ‘আমাদের এটা (গাজা যুদ্ধ) শেষ করতে হবে। আমাদের আলোচনা করতে হবে। আমাদের জিম্মিদের ফিরিয়ে আনতে হবে। আমরা ২০ জনকে ফিরিয়ে আনতে চাই। আমাদের এখনই তাদের ফিরিয়ে আনতে হবে। আমরা ৩৮ জন মৃতদেহও ফেরত চাই।’ গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনের মধ্যে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের...