২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ভাঙ্গার সীমানা পূর্ণনির্ধারণে হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভাঙ্গাবাসী। তবে শান্তিপূর্ণ মানববন্ধন অব্যাহত রাখছেন তারা। গতকাল মঙ্গলবার ও ভাঙ্গার তিনটি পয়েন্ট তথা আলগি, শুয়াদি, হামিরদি বিশ্বরোড সংলগ্ন কয়েকশত নারী-পুরুষ তিন ভাগে বিভক্ত হয়ে এ শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেন। তাদের মুখে ছিল না কেন সেøাগান। আন্দোলনকারীরা ইনকিলাবকে বলছেন, হাইকোর্টের রায় ভাঙ্গাবাসীর পক্ষে আসলে মহাসড়কে শোকরানা নামাজ আদায় করে ঘরে ফিরবো। আর রায় বিপক্ষে গেলে কঠোর আন্দোলনে নামবে। এবার আমরা এমন আন্দোলন করবো সরকারকে আমাদের যৌক্তিক দাবি মানতে বাধ্য করবো। গতকাল মঙ্গলবার আন্দোলনে ছিল না কোনো দ্বিধাভিবক্তি। তারপরও প্রশ্ন একটি থেকেই যায়। ভাঙ্গার শান্তিপূর্ণ আন্দোলনে সত্যি সত্যিই ফ্যাসিস্টদের পদায়ন ঘটছিল। এ কথাটি এখন...