২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ‘চোরাই বন্যপ্রাণী যাচ্ছে আম্বানির ভানতারা চিড়িয়াখানায়/ওঝার সহযোগিতায় বন কর্মকর্তা/ বেহাত দেড় শ’ কোটি টাকার বৈদেশিক মুদ্রার বাজার/পাখির আড়ালে শত শত কোটি টাকা পাচার’ শীর্ষক শিরোনামে গত ১৪ সেপ্টেম্বর দৈনিক ইনকিলাবে প্রকাশিত এ প্রতিবেদনের একটি অংশের প্রতিবাদ জানিয়েছেন ‘অ্যাঙ্গরি বার্ডস বিডি পেট শপ’র প্রধান নির্বাহী এবিএম মাহমুদুল হাসান।প্রতিবাদে তিনি বলেন, সংবাদটিতে কিছু বিভ্রান্তিকর ও অসত তথ্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যার ফলে জনমনে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। পাখি সেক্টর প্রশ্নবিদ্ধ হতে পারে বলে প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদে বলা হয়, বাংলাদেশ পশুপাখি আমদানিকারকগণ বাংলাদেশ ও আন্তর্জাতিক সকল নিয়কানুন মেনে পশুপাখি আমদানি ও রফতানি করে থাকে। আমদানিকারকগণ যথাযথ কর্তৃপক্ষ তথা বন বিভাগ থেকে লাইসেন্স ও পজেশন সার্টিফিকেট গ্রহণ করে নন সাইটিস এবং...