২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম বিচারাধীন দেওয়ানি মামলা ১৬ লাখ। ফৌজদারি মামলা রয়েছে ২৩ লাখের মতো। সরকার প্রকাশিত বিচারাধীন মামলার পরিসংখ্যান এটি। এসব মামলার ‘বাদী’ হিসেবে কেউ না কেউ রয়েছেন। তদ্রƒপ ‘বিবাদী’ও রয়েছেন বহু। কিন্তু এর মধ্যে এমন অনেক হাজার হাজার মামলা রয়েছে যেগুলো কার্যত বেওয়ারিশ। মামলাগুলো দায়েরের সময় ‘বাদী’ হিসেবে হয়তো একজন ছিলেন। তিনি হতে পারেন সরকারি কর্মকর্তা। কিংবা কোনো বেসরকারি ব্যক্তি। এখন তিনি নেহায়েত একজন ‘সাক্ষী’ কিংবা ‘তথ্য প্রদানকারী’। এমন হাজার হাজার মামলা এখন বিভিন্ন আদালতে পড়ে আছে অভিভাবকহীন অবস্থায়। মামলাগুলো শুনানির উদ্যোগ নেয়া হচ্ছে না। মামলাগুলোর নিষ্পত্তি কবে হবে, কেউ জানেন না। অভিভাবকহীন এসব মামলা আদালতে মামলার পাহাড়ের উচ্চতা বাড়িয়েছে। একটি মামলা থেকে সৃষ্টি হয়েছে একাধিক মামলা। অথচ মূল মামলা...