২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ডিজনি জানিয়েছে, কিমেলের মন্তব্যকে তারা ‘সংবেদনশীল সময়ে অসংবেদনশীল’ বলে মনে করলেও শো স্থগিত করার সিদ্ধান্তটি ছিল উত্তেজনা এড়ানোর জন্য। তবে এবার ফেরানোর সিদ্ধান্ত মূলত ব্যবসায়িক স্বার্থেই নেয়া হয়েছে। ছয় দিন স্থগিত থাকার পর মঙ্গলবার থেকে ফের সম্প্রচারে ফিরছেন মার্কিন কমেডিয়ান জিমি কিমেল। সোমবার ওয়াল্ট ডিজনি কোম্পানি জানায়, তাদের এবিসি নেটওয়ার্কে আবারো শুরু হবে জনপ্রিয় লেট নাইট টকশো ‘জিমি কিমেল লাইভ’। রক্ষণশীল কর্মী চার্লি কার্ক হত্যাকা- নিয়ে দেয়া মন্তব্যের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছিল কিমেলের অনুষ্ঠান। এ নিয়ে ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) চেয়ারম্যান ব্রেন্ডন কারের পক্ষ থেকে তদন্ত, জরিমানা ও সম্প্রচার লাইসেন্স বাতিলের হুমকি আসে। ফলে গত বুধবার ডিজনি অনুষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। তবে ডিজনির এই...