২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ঈশ্বরদীতে প্রতারণার শিকার হিন্দু সম্প্রদায়ের হতদরিদ্র ৩৬ পরিবারকে মানবিক সহায়তা দিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। প্রতারকদের কাছ থেকে হাতিয়ে নেওয়া সমপরিমাণ অর্থ তিনি অনুদান হিসেবে ভুক্তভোগীদের মধ্যে বিতরণ করেন। উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিচয়ে একটি প্রতারক চক্র দুর্গাপূজার অনুদানের কথা বলে চাউল, ডাল, চিনি ও নগদ অর্থ দেওয়ার প্রলোভন দেখায়। এভাবে তারা প্রত্যেক পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৬০০ টাকা করে মোট ২১ হাজার ৬০০ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। পরে পাবনার জেলা প্রশাসক মো. মফিজুল ইসলামের নির্দেশে ইউএনও মো. মনিরুজ্জামান ভুক্তভোগী পরিবারগুলোকে ডেকে তাদের হারানো অর্থ মানবিক সহায়তা হিসেবে ফেরত দেন। সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করে তারা বলেন,...