ডিম মারা অধিকার, না কি অনধিকার বা সংস্কৃতি না অপসংস্কৃতি? এ প্রশ্নে সিনিয়র সাংবাদিক, কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক শামসুল আলম লিটন বলেছেন, সংস্কৃতি-অপসংস্কৃতি যেটাই বলুন না কেন এটা সেনসেশনের দিক থেকে আমরা দেখি এবং আমরা সেভাবে দেখতে অভ্যস্ত। আমাদের সবকিছু তো ইনোভেট হয় অথবা অ্যাড হয়, সংস্কৃতিতে, চিন্তায়, চেতনায়, স্লোগানে কিংবা দেয়াল লিখনে। ডিমের যে ব্যাপারটি এটা আমাদের দেশে কম প্রচলিত হলেও পশ্চিমা দেশগুলো যেখানে গণতন্ত্র চর্চা এবং বাকস্বাধীনতা সর্বোচ্চ এবং বাকস্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের প্রথম দায়িত্ব, কোথাও ফার্স্ট। অনেকগুলো রেফারেন্স তাদের নিশ্চিত করা থাকে, রাষ্ট্র সকল ক্ষেত্রে ফেইল করলেও বাক স্বাধীনতার ক্ষেত্রে ফেল করতে পারবে না। এই গ্যারান্টি যেসব দেশে আছে, সেখানে ডিমের সংস্কৃতি চালু আছে। এই ডিমটি হচ্ছে প্রতিবাদের একটা ভাষা।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে...