সুপার ফোরের মঞ্চে শ্রীলঙ্কা ও পাকিস্তানের লড়াইটা যেন ছিল এক অঘোষিত ফাইনাল। টিকে থাকার স্বপ্ন, ফাইনালের আশা—সবকিছুর মিলেছিল এই ম্যাচেই। রুদ্ধশ্বাস সেই বাঁচা-মরার লড়াইয়ে শেষ হাসি হাসলো পাকিস্তানের; শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে নতুন করে জ্বালাল ফাইনালের আশা। মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ল শ্রীলঙ্কা। বিশেষ করে পেসার শাহিন শাহ আফ্রিদির বিধ্বংসী বোলিংয়ে লঙ্কান ব্যাটিং লাইনআপে ধস নেমে আসে। কুশল মেন্ডিস (০) ও পাথুম নিশাঙ্কা (৮) দ্রুত ফিরে গেলে বিপর্যয়ে পড়ল শ্রীলঙ্কা। তবে একাই লড়াই করে দলের হাল ধরেন কামিন্দু মেন্ডিস। চাপের মুখে ৪৪ বলে ৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। কামিন্দুর থাকার সময়ও শ্রীলঙ্কার ইনিংসকে সম্মানজনক পর্যায়ে নেওয়ার আশা ছিল। ৮০ রানে ৬ উইকেট হারানোর পর দুষ্মন্ত চামিরার সঙ্গে তার ৪৩ রানের জুটি দলের...