জাতিসংষের সাধারণ পরিষদে আগুনঝরা ভাষণে ইউরোপীয় নেতা ও জাতিসংঘকে আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনার্ড ট্রাম্প। ইউরোপকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘তোমাদের দেশগুলো নরকে যাচ্ছে। তিনি জাতিসংঘকে শান্তি চুক্তিতে সাহায্য না করার জন্য দোষারোপ করেন এবং ইউরোপে অভিবাসন ও ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থনকারী মিত্র দেশগুলোকে কড়া ভাষায় আক্রমণ করেন। ইউরোপে অভিবাসন ইস্যুতে ট্রাম্পের ক্ষোভ প্রকাশ করে বলেন, “তোমাদের দেশগুলো নরকে যাচ্ছে।” তিনি তার মিত্রদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন তার (ট্রাম্প) উদাহরণ থেকে শিক্ষা নেয়। ট্রাম্প বলেন, “আমরা সাহসী পদক্ষেপ নিয়ে অনিয়ন্ত্রিত অভিবাসন দ্রুত বন্ধ করেছি। যখন আমরা সীমান্ত পেরিয়ে আসা প্রত্যেককে আটকানো ও ফেরত পাঠানো শুরু করি, তখন তারা আসা বন্ধ করে দেয়।” তিনি ইউরোপে চলমান অভিবাসনের হারকে “গ্লোবালিস্ট অভিবাসন এজেন্ডা” বা “বিশ্বায়নপন্থী অভিবাসন পরিকল্পনা”র অংশ বলে অভিহিত করেন। ট্রাম্প...