ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এবং জনপ্রিয় আম্পায়ার হ্যারল্ড ‘ডিকি’ বার্ড আর নেই। ৯২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মঙ্গলবার এক বিবৃতিতে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ইয়র্কশায়ার ক্লাব শোকবার্তায় জানিয়েছে, ‘ডিকি বার্ড শুধু একজন আম্পায়ার নন, তিনি ছিলেন ক্রিকেটের এক অনন্য চরিত্র। তার সততা, রসবোধ আর খেলাধুলার প্রতি নিবেদন তাকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যক্তিত্বে পরিণত করেছে।’ ক্রিকেট দুনিয়ার এক অনন্য চরিত্র হ্যারল্ড ডেনিস ‘ডিকি’ বার্ড, যাকে নিয়ে তার ঘনিষ্ঠ বন্ধু প্রয়াত সাংবাদিক ও টিভি উপস্থাপক মাইকেল পারকিনসন বলেছিলেন, ‘শেক্সপিয়র ছাড়া এমন এক চরিত্র কল্পনা করা যেত না, যিনি জীবনের এতটা প্রাণশক্তি ধারণ করেন। ক্রিকেটের সৌন্দর্য হলো, তার বৈশিষ্ট্যগুলোকে গ্রহণ করেছে এবং তার রসিকতাকে উদযাপন করেছে।’ বার্ডের ডাকনাম ‘ডিকি’ স্কুলজীবনে পাওয়া, যা সারা জীবন...