কল্যাণের দ্বার উন্মোচন : যারা ইমান আনে এবং তাকওয়া অবলম্বন করে তারা যাবতীয় কল্যাণ লাভ করে। আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘যদি সে সব জনপদবাসী ইমান আনত ও তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের জন্য আকাশমণ্ডলী ও পৃথিবী থেকে কল্যাণধারা উন্মুক্ত করে দিতাম।’(সুরা আরাফ ৯৬) বিপদ থেকে মুক্তি : খোদাভীরু ব্যক্তি সর্বদা আল্লাহর সাহায্য প্রাপ্ত হয়। যত বিপদই আসুক আল্লাহতায়ালা তাকে তা থেকে উত্তরণের কোনো না কোনো পথ তৈরি করে দেন। কোরআনে ইরশাদ হয়েছে, ‘যে কেউ আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য সংকট থেকে উত্তরণের কোনো পথ তৈরি করে দেবেন।’ (সুরা তালাক ২) ধারণাতীত রিজিক দান : যে আল্লাহকে ভয় করে এবং তার ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। তাকে ধারণাতীত রিজিক দান করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তাকে...