ঢাকার মতিঝিলে পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মতিঝিলের সিটি সেন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ডিএমপি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ওই দুজন হলেন- আমজাদ হোসেন বুখারী (২২) ও মাহদী হাসান (২২)। পুলিশ বলছে, মেট্রোরেলের ৬১৭ নম্বর পিলারের গায়ে আমজাদ ও মাহদীসহ সাত-আটজন ‘হিযবুত তাহরীর, উলাইয়াহ বাংলাদেশ’ এর পোস্টার লাগাচ্ছিলেন। সেসময় দুজনকে হাতেনাতে ধরা হয়। অন্যরা পালিয়ে যায়। তাদের কাছ থেকে কিছু পোস্টার উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে ২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহরীরকে ‘জন নিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায়’ নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চাপে থাকা হিযবুতের কার্যক্রম ধীরে ধীরে মিইয়ে আসে।...