জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের জন্য বিশ্ব নেতারা উপস্থিত হয়েছেন নিউইয়র্কে। অন্যতম ব্যস্ত এই শহরটিতে যার কারণে যানযটের মাত্রা বেড়েছে অনেকটাই। এই অবস্থা থেকে রেহায় পান না রাষ্ট্রপতিরাও। সোমবার রাতে বিষয়টি বেশ ভালোভাবেই টের পেয়েলে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোটরকেড যাওয়ার কারণে নিউইয়র্ক পুলিশের এক কর্মকর্তা তাঁকে রাস্তা পার হতে বাধা দেন। তবে বেশিরভাগ মানুষের মতো বিরক্ত না হয়ে, ম্যাখোঁ তখন ফুটপাত থেকেই ট্রাম্পকে ব্যক্তিগতভাবে ফোন দেন এবং নিজের বিপাকে মজা করে কথা বলেন। তার এই কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে বিব্রত এক পুলিশ কর্মকর্তা ম্যাখোঁকে বলেন, ‘আমি দুঃখিত, মিস্টার প্রেসিডেন্ট, আমি সত্যিই দুঃখিত।এখন সবকিছু বন্ধ রাখা হয়েছে। একটি মোটরকেড আসছে।’ রসিকতা করে ম্যাখোঁ বলেন, ‘যদি আপনি এটা না দেখেন,...