পৃথিবীতে বিস্ময়ের শেষ নেই। যেখানে অনেক রহস্যময় স্থান রয়েছে। যা সম্পর্কে খুব কম মানুষ জানেন। তেমনই এক স্থান হলো রাশিয়ার উত্তর ওসেটিয়ার দারগাভসে। রূপ-বৈচিত্র্যে অনন্য গ্রামটির প্রতি আকর্ষণ বোধ করেন পর্যটকরা। আর সেই সুযোগেই নিজ সৌন্দর্যের মায়াজালে গ্রামটি উধাও করে দেয় তাদের! রহস্যময় গ্রামটি ‘মৃতের শহর’ বলে পরিচিত। রাশিয়ার এই গ্রামটি খুব নির্জন। ভয়ে কেউ সেখানে যাওয়ার সাহস দেখায় না। উঁচু পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা এ গ্রামে, সাদা পাথরের প্রায় ৯৯টি সেলার রয়েছে। যেখানে স্থানীয়রা তাদের পরিবারের মৃতদেহ সমাহিত করে। বলা হয়, এ সমাধিগুলো ১৬ শতকে নির্মিত হয়েছে। বিশাল এক কবরস্থানের এলাকা এটি। এই জায়গা নিয়ে স্থানীয়দের মধ্যে বিভিন্ন অন্ধ বিশ্বাস রয়েছে। তারা বিশ্বাস করেন, এ গ্রামে যদি কেউ ঘুরতে আসেন, তবে তিনি আর ফিরতে পারেন না। প্রত্নতাত্ত্বিকদের মতে, সেখানকার...