২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ভারতের শান্তিনিকেতন থেকে ফকির লালন সাঁইয়ের ৩১৪টি গানের মূল পা-ুলিপি দেশে ফেরত আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে তিনি বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি লিখিত আবেদন করেছেন, যা গত সোমবার পাঠানো হয়। জানা যায়, প্রায় ১৩৫ বছর আগে শিলাইদহের জমিদার রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আশ্রম থেকে ওই মূল পা-ুলিপিটি কলকাতায় নিয়ে যান। বর্তমানে সেটি ভারতের শান্তিনিকেতনে সংরক্ষিত রয়েছে। যদিও এর একটি অনুলিপি কুষ্টিয়ার লালন একাডেমিতে পাঠানো হয়েছিল, মূল পা-ুলিপিটি এখনো ফেরত আসেনি। ডিসি আরেফীন জানান, ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি কলকাতা থেকে...