২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ এএম রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকায় ঝটিকা মিছিল করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয়কার্য নির্বাহী কমিটির সদস্য মো. আনিসুর রহমানসহ দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অপর আসামি হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ এস এম আল সনেট। পুলিশের আবেদনের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিকালে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এই আদেশ দেন। এর আগে, আসামিদের আদালতে হাজির কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের পুলিশ পরিদর্শক মো. আখতার মোর্শেদ। আসামির পক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন ও মো. সাইদুল ইসলাম তাদের জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের...