২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম আর্থিক অনিয়মে জড়িত থাকার অভিযোগ ওঠেছে কুমিল্লার বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ড্যাব নেতার বিরুদ্ধে। এদিকে ড্যাব কেন্দ্রীয় কার্যালয় থেকে কুমিল্লায় সংগঠনটির কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কুমিল্লা জেলা শাখার সভাপতি মোহাম্মদ মাসুম হাসানের বিরুদ্ধে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কেনাকাটায় বড় ধরনের অনিয়মে জড়িত থাকার অভিযোগ ওঠেছে। অভিযোগের বিষয়টি নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, চিকিৎসক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হলে গত গত সোমবার রাতে ড্যাবের কেন্দ্রীয় মহাসচিব জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অসাংগঠনিক কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগের ভিত্তিতে ড্যাবের নির্বাচিত নেতাদের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ড্যাবের কুমিল্লা জেলা, মহানগর ও...