২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম যার বিরুদ্ধে শত শত কোটি টাকার সরকারি সম্পত্তি আত্মসাতে সহযোগিতার অভিযোগ রয়েছে, সেই এসি (ল্যান্ড) শরিফুল হককেই দায়িত্ব দেয়া হয়েছে ম্যাটাডোর গ্রুপের আত্মসাতকৃত শত শত কোটি টাকার সরকারি সম্পত্তি পুনঃউদ্ধারের দায়িত্ব! আমলাতান্ত্রিকতার নানা ঘাট পেরিয়ে শেয়ালের কাছেই মুরগি বর্গা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। ফলে ‘উচ্ছেদ উচ্ছেদ খেলা’র নামে আদতে অবৈধ দখলদারিত্বই পাঁকাপোক্তা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্র জানায়, রাজধানীর হাজারীবাগ থানাধীন কালুনগর মৌজার ১ দশমিক ৭৯ একর সরকারি সম্পত্তি (১ নং খতিয়ানভুক্ত) আত্মসাৎ করেছে কথিত শিল্প প্রতিষ্ঠান ‘ম্যাটাডোর গ্রুপ’। প্রতিষ্ঠানটির মালিক জনৈক শাহাআলম। স্থানীয়ভাবে তিনি ‘শাহালম উকিল’ এবং মাঝারি ধরনের ভূমিদস্যু হিসেবে পরিচিত। লালবাগ রাজস্ব সার্কেলের অন্তর্ভুক্ত হাজারীবাগে আরএস ২০২৬, সিটি-১২১৯ নং দাগের ১.৭৯...