২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম বাংলাদেশে জুলাই বিপ্লবে কোটি কোটি মানুষের ফ্যাসিস্ট স্বৈরাচার ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মনোভাবের প্রকাশ দেখে আমেরিকা এবং পশ্চিমা মহল মনে করেছিলো যে, বাংলাদেশ সম্ভবত ভারতের কবল থেকে বের হয়ে পশ্চিমা বিশ^, বিশেষ করে, মার্কিন কবলে প্রবেশ করবে। কিন্তু পশ্চিমারা জুলাই বিপ্লবের মূল স্পিরিটকেই ভুল বুঝেছিলো। জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী কোটি কোটি ছাত্র জনতা চেয়েছিলেন যথার্থ অর্থে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এটি হবে এমন একটি স্বাধীন দেশ যারা আমেরিকা বা চীনÑ কারো পক্ষপুটে প্রবেশ করবে না। মনে হয় বাংলাদেশের জনগণের এই প্রকৃত স্বাধীনতার স্পৃহা তারা বুঝতে পারেনি। তাই তারা মিয়ানমারের গৃহযুদ্ধে বাংলাদেশকে জড়িত করার জন্য চট্টগ্রামের মধ্য দিয়ে আরাকানে প্রবেশের মানবিক করিডোর দাবি করেছিলো। তারা ভেবেছিলো যে, প্রধান উপদেষ্টা ড....