২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। গত সোমবার জামালখানা চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে ‘পরিচ্ছন্নতা সচেতনতামূলক প্রচার অভিযান’ কমূসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের তিনটি প্রকল্প এলজিআরডি মন্ত্রণালয়ে রয়েছে। অ্যাভাইজার সাহেব প্রকল্পের ফাইল দেখে তা আর মন্ত্রণালয়ে রাখেন না, বাসায় নিয়ে যান। মন্ত্রণালয় থেকে ফাইল গায়েব হয়ে যায়। এটি আমার গত ১১ মাসের অভিজ্ঞতা।’ তিনি আরও বলেন, ‘মন্ত্রণালয়ে গিয়ে ফাইল খুঁজে পাই না। ফাইলে স্বাক্ষর হয় না। ইংল্যান্ড, জাপান ও কোরিয়ার তিনটি প্রকল্প করতে পারিনি। আমি এখনো দৌড়াচ্ছি, প্রত্যেক মন্ত্রণালয়ে যাচ্ছি। প্রধান উপদেষ্টাকে বলেছি। আমি কোথায় যাব?...