২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় সোমবার বেলা ৩টায় যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টায় জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এদিন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকাল সাড়ে ১০টায় বিশ্ববাণিজ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক বিষয় নিয়ে বৈঠক করবেন বাংলাদেশের সরকারপ্রধান। দেশের অর্থনীতির সার্বিক বিষয় নিয়ে বেলা ১১টায় বিশ্বব্যাংকের সভাপতির সাথে বৈঠক, এর পরপরই সাড়ে ১১টায় নেদারল্যান্ডসের রানীর সাথে বৈঠক করবেন তিনি। বেলা আড়াইটায় বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত পাবলিক এবং প্রাইভেট সেক্টর লিডার্স মিটিংয়ে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারপ্রধান, বিকেল ৫টায় রেকিট বেনকিজারের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে সভা শেষে সন্ধ্যা ৭টায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...