২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ এএম ক্যাসিনোকা-ের অন্যতম হোতা সেলিম প্রধানের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা আইনে করা মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়েছে। আগামী ৬ নভেম্বর পরবর্তীতে তারিখ ধার্য করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আফরোজা শিউলি এই তারিখ ধার্য করেন৷ সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজকে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এজন্য কারাগারে আসামি সেলিম প্রধানকে আদালতে হাজির করা হয়। তবে আদালতে কোন সাক্ষী হাজির না হওয়ায় আগামী ৬ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়। গত ৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান থেকে সেলিম প্রধানসহ ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন গুলশান থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের...