২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারগামী দূরপাল্লার বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। ফলে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। গত সোমবার সকাল থেকে দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ ও হানিফ কেটিসি পরিবহনের চালক-হেলপাররা কর্মবিরতি শুরু করেন। তবে একতা পরিবহনের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বাসচালকরা বলেন, বহুদিন ধরে তাদের বেতন-ভাতা কম দেওয়া হচ্ছে। যেমন, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে একজন চালক পান মাত্র ১ হাজার ৩৫০ টাকা, সুপারভাইজার ৫৭০ টাকা এবং হেলপার ৫৩০ টাকা। অথচ একই রুটে একতা পরিবহন চালকদের দেওয়া হয় ১ হাজার ৭৫০ টাকা। তাদের দাবি, ১৫ বছর ধরে বারবার দাবি জানানো হলেও বেতন-ভাতা বাড়ানো...