দুই শিল্পপতির কাছ থেকে ৭৫ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে এক্ষেত্রে অভিনব কৌশল ব্যবহার করেন জাবেদ। দুদক বলছে, মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে দুই শিল্পপতিকে চাপ দিয়ে নিজ মালিকানাধীন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাক লিমিটেড (ইউসিবিএল) থেকে ৭৫ কোটি টাকা ঋণ নিতে বাধ্য করেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। পরে সেই টাকা তাদের কাছ থেকে নিয়ে নিজের পারিবারিক শিল্পগোষ্ঠী আরামিট গ্রুপের একাধিক কর্মকর্তার নামে ভুয়া ব্যবসা প্রতিষ্ঠান খুলে সেগুলোর ব্যাংক অ্যাকাউন্টে জমা করেন। এরপর সেই টাকা বিদেশে পাচার করেন। মঙ্গলবার দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলা দুটি করেছেন দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক রুবেল হোসেন।...