শুরুতে দুই উইকেট নিয়ে সুর বেঁধে দিলেন শাহিন শাহ আফ্রিদি। সঙ্গে হুসাইন তালাত ও আবরার আহমেদের দারুণ বোলিংয়ে লক্ষ্যটা রইল নাগালে। রান তাড়ায় মাঝপথে ধুঁকলেও শেষ পর্যন্ত পরিষ্কার ব্যবধানেই জিতল পাকিস্তান। এশিয় কাপের সুপার ফোর পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে সালমান আলি আগার দলের জয় ৫ উইকেটে। গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটি জেতা শ্রীলঙ্কা সুপার ফোরে প্রথম দুটিতেই পেল হারের তেতো স্বাদ। এই ধাপে ভারতের বিপক্ষে হারের পর প্রথম জয়ের দেখা পেল পাকিস্তান। আবু ধাবিতে মঙ্গলবার টপ অর্ডারের ব্যর্থতায় একপর্যায়ে ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে অল্পে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিসের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে কোনোমতে ১৩৩ পর্যন্ত যেতে পারে তারা। পাঁচ নম্বরে নেমে ৩ চার ও ২ ছক্কায় ৪৪ বলে ৫০ রানের ইনিংস খেলেন কামিন্দু। জবাবে ভালো শুরুর পর পাকিস্তান...