উসমান দেম্বেলেকে নিয়ে বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ ২০২১ সালে বলেছিলেন, ‘সঠিকভাবে ব্যবহার করলে ও বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারে।’ এই ভবিষ্যদ্বাণী হয়তো তখন অনেকের কাছেই অতিরঞ্জিত মনে হয়েছিল। কারণ তখন দেম্বেলের ইনজুরি, শৃঙ্খলার অভাব, পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তাকে বারবার পিছিয়ে দিচ্ছিল। তবে ২০২৪-২৫ মৌসুমটা দারুণ কাটান দেম্বেলে, ফলে ২০২৫ ব্যালন ডি’অর জয়ের মধ্য দিয়ে জাভির সেই কথাই যেন বাস্তব হয়ে উঠল। দেম্বেলের বাবা-মা ছিলেন পশ্চিম আফ্রিকার অভিবাসী। ছেলের বয়স যখন ছয় বছর দেম্বেলের মা ফাতিমাতা উসমান তাকে নিয়ে যান রেন শহরে ফুটবলার মামা বাদু সামবাগের কাছে। মামা তাকে স্থানীয় ক্লাব এভ্রু’তে ভর্তি করান, সেখান থেকেই শুরু। পেশাদার ক্যারিয়ারের শুরু রেনে থেকে বরুসিয়া ডর্টমুন্ড এরপর বার্সেলোনা থেকে পিএসজি সব জায়গায় ছেলের ক্যারিয়ারের চালিকাশক্তি ছিলেন দেম্বেরের মা। বরুসিয়া ডর্টমুন্ড থেকে ২০১৭...