বিশ্ব কারাতে চ্যাম্পিয়নশিপে একটি করে স্বর্ণ ও ব্রোঞ্জপদক জিতেছেন লন্ডন প্রবাসী বাংলাদেশের কারাতেকা তোয়াহা আবদুল্লাহ বিন কামাল। সোমবার যুক্তরাজ্যের ক্রাউলি শহরে কুমি ইভেন্টে স্বর্ণ এবং কাতা ইভেন্টে ব্রোঞ্জ জেতেন তিনি। এছাড়া বাংলাদেশের ইব্রাহিম একটি রুপা জেতেন। এই টুর্নামেন্টে বিশ্ব মার্শাল আর্ট ইউনিয়ন সেরা ৩০ জন কারাতে...