বাংলাদেশের শিক্ষাঙ্গন অভূতপূর্ব সংকটে দাঁড়িয়ে আছে। সংকটের কেন্দ্রে রয়েছে আমাদের শিক্ষক সমাজ যাদের হাত ধরে জাতির ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হয়, সমাজে আলোর দিশা আসে, নতুন প্রজন্ম গড়ে ওঠে সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে। অথচ এই জাতি গঠনের কারিগররা নানাবিধ অবহেলা, বঞ্চনা আর অস্থিরতার শিকার হয়ে রাজপথে নেমেছেন। একদিকে শিক্ষার মূল চালিকাশক্তি দুর্বল হয়ে পড়ছে, অন্যদিকে সমাধানের অভাবে শিক্ষাঙ্গন অস্থিতিশীল হয়ে উঠছে। এ প্রশ্ন আজ সবার যারা কলম হাতে শিক্ষার্থীদের জ্ঞানের আলো জ্বালানোর দায়িত্ব নিয়েছেন, তাদের কেন নিজেদের অধিকার আদায়ের জন্য রাজপথে স্লোগান দিতে হবে? কেন তারা শ্রেণিকক্ষ ছেড়ে রাজপথে দাঁড়াতে বাধ্য হবেন? এটি কেবল শিক্ষকদের দুর্দশার গল্প নয়, বরং একটি জাতির সামগ্রিক শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতার প্রতিচ্ছবি। আন্দোলনের যৌক্তিকতা ও প্রেক্ষাপট : শিক্ষকদের দাবি অযৌক্তিক নয়। তারা বলছেন একটি সম্মানজনক বেতন কাঠামো...