সুপার ফোরের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১২ বল ও ৫ উইকেট হাতে রেখে হারিয়েছে পাকিস্তান। ১৮তম ওভারের শেষ বলে দুষ্মান্ত চামিরাকে বিশাল এক ছক্কা মেরে পাকিস্তানকে জিতিয়েছেন মোহাম্মদ নেওয়াজ। ২ বল আগেই আরেকটি ছক্কা মেরেছিলেন পাকিস্তান ৮০ রানে পঞ্চম উইকেট হারানোর পর উইকেটে আসা নেওয়াজ। নেওয়াজ ২৪ বলে ৩৮ ও ৫৮ রানের অবচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে তাঁর সঙ্গী হুসেইন তালাত ৩০ বলে ৩২ রান করে অপরাজিত থেকে যান।ছক্কা মেরে রানটাকে ১৩৮ বানিয়ে ফেলায় নেট রান রেটে বাংলাদেশকে টপকে দুইয়ে...