অসংক্রামক রোগে দেশে মৃত্যু বাড়ছে আশঙ্কাজনক হারে। বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের ৭০ শতাংশই অসংক্রামক রোগে মারা যায়। সংক্রামক রোগ দেশে নিয়ন্ত্রণে থাকলেও অসংক্রামক রোগে বেশি মৃত্যু হার স্বাস্থ্য বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলেছে। কারণ অসংক্রামক ব্যাধি ব্যয়বহুল চিকিৎসা। অনেক রোগীই চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারে না। আবার চিকিৎসা খরচের জোগান দিতে অনেকে সর্বস্বান্ত হয়ে যায়। রোগীর পরিবারও আর্থিক সংকটে পড়ে যায়। তাছাড়া অর্থের অভাবে অনেকে চিকিৎসা বন্ধ করে নিজের ভাগ্য ছেড়ে দেয় আল্লাহর ওপর। দেশে যে হারে অসংক্রামক রোগীর সংখ্যা বাড়ছে, তাতে হাসপাতালের পর হাসপাতাল তৈরি করেও এতো বেশিসংখ্যক রোগীকে চিকিৎসাসেবা দেয়া নিয়ে শঙ্কা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব মন্ত্রণালয়ের সমন্বয়ে সমন্বিত উদ্যোগ জরুরি। স্বাস্থ্য ও চিকিৎসা খাত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, দেশে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত ব্যাপক...