প্রেক্ষাগৃহে মেহজাবীন চৌধুরীর 'সাবা' নামের যেই সিনেমাটি আসছে সেটির ট্রেইলার প্রকাশ্যে এসেছে। দেড় মিনিটের ট্রেইলারে দেখা গেছে, একটি দুর্ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন মা, মায়ের সেবার ছায়া হয়ে রয়েছেন মেহজাবীন চৌধুরী। তবুও মায়ের কণ্ঠে অসহায়ত্বের সুর। মলিন স্বরে মা বলেন, “আমার জন্য তোর কষ্ট বাড়ছে।” এদিকে ভালোবাসা জড়ানো কণ্ঠে মেহজাবীন জবাব দেয়, “তোমারে কে বলছে কষ্ট বাড়তেছে, তোমার জায়গায় যদি আমি হতাম, তুমি কি আমায় ফেলে দিতে?” মা ও মেয়ের আবেগের গল্প উঠে এসেছে 'সাবা' সিনেমার ট্রেইলারে। মা চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, এছাড়াও ট্রেইলারে অভিনেতা মোস্তফা মনোয়ারকে দেখা গেছে মেহজাবীনের বন্ধু হিসেবে, তবে তার চরিত্রটি রহস্যময়। ট্রেলারটি প্রকাশ করা হয়েছে মেহজাবীনের অফিসিয়াল ফেইসবুক পেইজ ও সিনেমার অফিসিয়াল পেইজে। প্রকাশের পর থেকেই দর্শকরা ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন। রহমত মতি নামের একজন...