২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম বিশ্ব এখনো ইউনিপোলার বা একমেরুকেন্দ্রিক এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখনো এই বিশ্বের মোড়ল। দ্বিতীয় বিশ্বযদ্ধের বিজয় ও ফলাফল রচিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রের সক্ষমতার উপর ভিত্তি করে। যুদ্ধোত্তর নতুন বিশ্বব্যবস্থার বুনিয়াদ গড়ে উঠেছিল আধুনিক বাণিজ্য, ব্যাংকিং সিস্টেম এবং সমরাস্ত্র ও সামরিক প্রযুক্তির নিয়ন্ত্রণের ভিত্তিতে। বাণিজ্য, জ্বালানি নিরাপত্তাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে যুদ্ধকেই মূল হাতিয়ার হিসেবে গ্রহণ করেছিল পশ্চিমারা। সেখানে মানব সভ্যতার ক্রমবিকাশের ইতিহাস, সাম্য, মৈত্রি, সম্প্রীতি ও নীতি-নৈতিকতার যেন কোনো স্থান নেই। পুঁজিবাদী অর্থনৈতিক স্বার্থ ও বর্ণবাদী নিরাপত্তাই যেন শেষ কথা। সেখানে সভ্যতার আঁতুরঘর হিসেবে পরিগণিত আফ্রিকা, এশিয়া ও ল্যাটিন আমেরিকার কালো ও তামাটে বর্ণের মানব প্রজাতির স্বার্থ, রক্ত ও জীবনের যেন কোনো মূল্য নেই। পুঁজিবাদী স্বার্থদ্বন্দ্ব এখন আর...