২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ‘নবকুমার পথ হারিয়ে বসে আছেন। তার পাশে কেউ নাই। জনমানবহীন যায়গা। এমন সময় ষোড়শী কপালকুন্তলা বনের বুক চিরে বেরিয়ে এসে পথ-হারা পথিককে জিজ্ঞাসা করেন, ‘পথিক! তুমি পথ হারাইয়াছ?’ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘কপালকু-লা’র নবকুমারের মতোই কি দেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি পথ হারাতে বসেছে? উত্তরাঞ্চল সফরে গিয়ে রংপুর টাউন হলে এক সন্ধ্যা আড্ডায় কপালকু-লার মতোই সাংস্কৃতির সংগঠন সাউন্ড টার্চের মাকসুদুল রহমান মুুকু প্রশ্ন করেন ‘বিএনপি কি পথ হারাতে বসেছে?’ তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের সহপাঠি আফিফাকে গান শেখাচ্ছিলেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ না থাকায় আলোচনা আছে বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারে। কিন্তু জামায়াত যেভাবে ভোটের প্রচারণা চালাচ্ছে, ডোর টু ডোর যাচ্ছে,...