২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সউদী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। কিছৃদিনের মধ্যেই তিনি সউদী আরব যাবেন। অতি সম্প্রতি ক্রাউন প্রিন্স প্রফেসর ইউনূসকে সউদী আরব সফরের আমন্ত্রণ জানান। সংশ্লিষ্ট একাধিক সূত্র এটা নিশ্চিত করেছে। সউদী আরব-পাকিস্তান সামরিক চুক্তির পটভূমিতে এই আমন্ত্রণের বিশেষ তাৎপর্য রয়েছে। উল্লেখ্য, গত ১৭ই সেপ্টেম্বর সউদী আরবে দুই দেশের মধ্যে ওই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। এর পরপরই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এক সাক্ষাৎকারে জানান, অন্য দেশগুলোর এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়ার দরজা খোলা আছে। চুক্তিটিকে ন্যাটোর সঙ্গেও তুলনা করেছেন তিনি। চুক্তিতে বলা হয়েছে, কোনো দেশের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসনকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে এবং...