২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম আগামী জাতীয় সংসদ নির্বাচনের কয়েক মাস আগেই বিএনপি বেশ কিছু প্রার্থীকে সবুজ সংকেত দিয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে নানা আলোচনার মধ্যেই দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, সংসদ নির্বাচনে কাউকেই সবুজ সংকেত দেওয়া হয়নি, দলীয় প্রার্থী চূড়ান্ত হবে পার্লামেন্টারি বোর্ডে। এ ব্যাপারে বিভ্রান্ত না হতে আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই আহ্বান জানিয়েছেন। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, আবদুস সাত্তার পাটোয়ারি প্রমুখ উপস্থিত ছিলেন। রুহুল কবির রিজভী বলেন, কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ...