২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম সউদী আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র স্কলারস কাউন্সিলের চেয়ারম্যান শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। তিনি টানা ৩৪ বছর পবিত্র হজের খুতবা দিয়েছিলেন এবং ২৬ বছর দেশটির গ্র্যান্ড মুফতির দায়িত্ব পালন করেছেন। গতকাল মঙ্গলবার সকালে ৮২ বছর বয়সে তার ইন্তেকাল হয়েছে। বিকেলে আসর নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এক বিবৃতিতে সউদীর রাজকীয় আদালত এ তথ্য জানিয়েছে। সউদী বাদশাহ সালমান বিন আবদুল আজিজ পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীসহ দেশটির সব মসজিদে তার গায়েবানা নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। সউদী গেজেট ও আল-আরাবিয়্যাহ এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে। গ্র্যান্ড মুফতির মৃত্যুতে শোক জানিয়ে সউদী যুবরাজ...