অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন। নিউইয়র্ক বিমানবন্দরে তার সফরসঙ্গীদের হেনস্তার ঘটনা মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিনভর আলোচনায় ছিল। সফরসঙ্গীদেরকে হেনস্তার ঘটনা নিয়ে দেশ বিদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। যুক্তরাষ্ট্র বিএনপি নেতাকর্মীদের কেন বিমান বন্দরে দেখা যায়নি এ নিয়েও প্রশ্ন ওঠে। এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, মির্জা ফখরুল নিউইয়র্ক বিমান বন্দরের ৪ নম্বর গেট দিয়ে বের হয়েছেন। অন্যদিকে নেতাকর্মীরা অপেক্ষায় ছিলেন ৮ নম্বর গেটে। নেতাকর্মীদের সঙ্গে মিস কমিউনিকেশন ফলে মির্জা ফখরুল বিমান বন্দর থেকে বের হওয়ার সময় নেতাকর্মী শুন্য হয়ে পরেন। জানতে চাইলে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া স্টেট বিএনপির সভাপতি ও দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শাহ ফরিদ এনটিভিকে বলেন, ১৬ বছরে যুক্তরাষ্ট্রে বিএনপির সামনে দাঁড়াতেই পারেনি আওয়ামী লীগ। আগামী...