ফিলিপাইনে ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘রাগাসা’। স্থানীয় সময় সোমবার সকাল থেকে এর প্রভাবে প্রবল বৃষ্টি ও ঝড় শুরু হয়েছে।জাতীয় আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় বিকাল ৫টা পর্যন্ত ঝড়ের কেন্দ্রস্থলে প্রতি ঘণ্টায় বাতাসের গতি ২১৫ থেকে ২৬৯ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। ইতোমধ্যে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে ১০ হাজারেরও বেশি মানুষকে স্কুল ও আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ‘রাগাসা’ আরও শক্তি সঞ্চয় করে দক্ষিণ চীনের দিকে অগ্রসর হচ্ছে। ধারণা করা হচ্ছে-এর পরিপ্রেক্ষিতে ৩৬ ঘণ্টায় ৫০০ ফ্লাইট বন্ধ বাতিল করতে পারে হংকং বিমানবন্দর। এছাড়াও চীনের শেনজেন শহর থেকে ইতোমধ্যে ৪ লাখ মানুষ সরিয়ে নেওয়া হয়েছে।ঝড়ের আগে বৃষ্টির তোড়ে সরকার ফিলিপাইনের রাজধানী ম্যানিলা শহর ও লুজনের বিশাল অংশজুড়ে সব কাজকর্ম ও পাঠদান স্থগিত ঘোষণা করেছে। বিদ্যুৎ বিভ্রাট, ভূমিধস, বিপজ্জনক সমুদ্র ও...