গাজায় প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধের পর এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের বেশিরভাগ দেশ। এরই ধারাবাহিকতায় সোমবার নিউইয়র্কে একযোগে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টাসহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল। ফ্রান্সের স্বীকৃতির মাধ্যমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্যের মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া বাকি চারটি দেশই (যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া) ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ১৯৮৮ সালের ১৫ নভেম্বর ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতের নেতৃত্বে দেশটিকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে। তবে ফিলিস্তিন যে ভূখণ্ডকে নিজের দাবি করছে, তার মধ্যে পশ্চিম তীর ইসরায়েলের দখলে রয়েছে এবং গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেশটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকে এ পর্যন্ত জাতিসংঘের প্রায় ৮০ শতাংশ সদস্য রাষ্ট্রই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। বার্তাসংস্থা এএফপির হিসেব অনুযায়ী, জাতিসংঘের ১৯৩টি...