সুপার ফোরে প্রথম ম্যাচে ভারতের কাছে হার দেখেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে সালমান আলি আগার দল। শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে লঙ্কানদের আগে ব্যাটে পাঠায় পাকিস্তান। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৩৩ রান করে চারিথ আশালাঙ্কার দল। জবাবে নেমে ১২ বল হাতে জয় নিশ্চিত করেছে পাকিস্তান। আগে ব্যাটে নামা লঙ্কানদের ইনিংস টেনে নিয়েছেন পাঁচে নামা কামিন্দু মেন্ডিস। ৩ চার ও ২ ছক্কায় ৪৪ বলে ৫০ রান করেন তিনি। বাকিদের মধ্যে আশালাঙ্কা ২০ রান, চামিকা করুণারত্নে ১৭ রান এবং কুশল পেরেরা ও ভানিডু হাসারাঙ্গার ব্যাট থেকে আসে ১৫ রান করে। পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদি ৩ উইকেট নিয়েছেন। হারিস রউফ ও হুসাইন তালাত নিয়েছেন ২টি করে উইকেট। রানতাড়ায় শুরুটা ভালো হলেও মাঝে চাপে...